Advertise top
রাজনীতি

প্রচলিত আইনে খালেদা জিয়ার চিকিৎসা, প্রধানমন্ত্রীর কথা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম       

প্রচলিত আইনে খালেদা জিয়ার চিকিৎসা, প্রধানমন্ত্রীর কথা জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া

 

স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে প্রচলিত আইনে যা নির্দেশনা দেওয়া আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেশবাসীকে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন।’

 

দৈনিক সমকাল রবিবার তাদের এক প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য প্রচার করেছে।

 

সমকাল আরও লিখেছে, বিএনপিকে ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, ‘চিকিৎসার জন্য তারা যত আন্দোলন সংগ্রামই করুক আইনের বাইরে গিয়ে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই।’

 

 

দুপুর ১২টা ৫০ মিনিটে র‍্যাবের একটি হেলিকপ্টারে করে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে ছাগলনাইয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে নামেন। এ সময় ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

ফেনীর ছাগলনাইয়া উপজেলার আদালত মাঠে বক্তব্য দেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal