বরিশাল নিউজ
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম

বাংলাদেশের নির্বাচনে আমেরিকান হস্তক্ষেপ বন্ধ করার দাবিতে বরিশালে সমাবেশ করেছে জেলা ওয়ার্কার্স পার্টি । এছাড়া বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ আরোপেরও দাবি জানায় তারা।
নগরীর অশ্বিনী কুমার হলের সামনে শনিবার বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির এই কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানানো হয়।
সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বক্তব্য রাখন সাবেক সংসদ সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. টিপু সুলতান, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, শাহিন হোসেন, এমএ গফুর মোল্লা, এইচএম হারুন, সাবেক ছাত্রনেতা শামীল শাহরুখ তমাল প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, আমেরিকার স্যাংশনে আমাদের কিছু আসে-যায় না। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া এই দেশকে সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়তে চাই। তাই বলতে চাই, নির্বাচন আমাদের, মাথা ব্যথাও আমাদের।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন