Advertise top
বরিশাল

বাবুগঞ্জে ৪ পরিবারের বসত ঘর সন্ধ্যা নদীতে বিলীন

বরিশাল নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৮:৪৬ পিএম    

বাবুগঞ্জে ৪ পরিবারের বসত ঘর সন্ধ্যা নদীতে বিলীন
বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙ্গণে ঘরবাড়ী, হুমকির মুখে আরো স্থাপনা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সন্ধ্যা নদীর ভাঙ্গণে চারটি পরিবারের বাড়িঘর বিলীন হয়ে গেছে।  উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের দক্ষিণ চর হোগলা পাতিয়া গ্রামে শনিবার ভোরে এই ঘটনা ঘটে। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা- ইউএনও ফারুক আহমেদ জানান, গ্রামের মজিদ ব্যাপারি, অাজিত বেপারী,  সালেক ব্যাপারী ও বারেক ব্যাপারীর ঘর নদী গর্ভে বিলীন হয়েছে।

ইউএনও আরো জানান, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে দুই বান করে টিন ও খাবার দেওয়া হয়েছে। এছাড়াও ভঙ্গণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্ত আজিজ ব্যাপারে বলেন, হঠাৎ করে গাছপালা ও ঘরবাড়ি দেবে যেতে থাকে, সরানোর কোন সুযোগ পাননি তারা।

 

এলাকাবাসী জানান, গত দুই দিন ধরে পানি বাড়ার কারণে  ওই এলাকার সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়,  দক্ষিণ চরহোগলা পাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় একটি জামে মসজিদ ও ভাঙ্গারমুখ লঞ্চঘাটসহ ২৫টি স্থাপনা ভাঙনের মুখে রয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal