Advertise top
আদালত-অপরাধ

বরগুনায় হৃদয় হত্যা মামলায় ১৬ কিশোরকে দণ্ড

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পিএম     আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৩ এএম

বরগুনায় হৃদয় হত্যা মামলায় ১৬ কিশোরকে দণ্ড
আদালতের রায়। প্রতীকী ছবি

 

বরগুনার আলোচিত সুজন হৃদয় (১৫) হত্যা মামলায় অভিযুক্ত ১৯ শিশুর মধ্যে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ডদিয়েছেন আদালত। বরগুনার শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মশিউর রহমান খান আজ মঙ্গলবার এ রায় দেন।

 

রায়ে ১২ জনকে সর্বোচ্চ ১০ বছর করে এবং ৪ জনকে ৭ বছর করে দণ্ড দেওয়া হয়।অভিযুক্ত অপর তিন শিশুকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

হৃদয় বরগুনা শহরের চরকলোনি এলাকার দেলোয়ার হোসেন ও ফিরোজা বেগম দম্পতির ছেলে। সে বরগুনা সরকারি টেক্সটাইল ও ভোকেশনালে ইনস্টিটিউটে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

শিশু আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ মে ঈদুল ফিতরের দিন বিকেলে হৃদয় তাঁর কিছু বন্ধুসহ ঘুরতে বের হয়। তাঁরা বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে পায়রা নদীর তীরে চায়না প্রজেক্টের ব্লকইয়ার্ডে বেড়াতে যায়। সেখানে একদল কিশোর তাঁদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হৃদয়কে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পর দিন সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যায়। এ ঘটনায় হৃদয়ের মা বাদী হয়ে ২৬ মে বরগুনা সদর থানায় হত্যা মামলা করেন।

 

রায় ঘোষণার আগে সকাল ৯টায় ১৬ জন শিশুকে বরগুনা শিশু সেফহোম থেকে শিশু আদালতে উপস্থিত করে পুলিশ।  রায় ঘোষণার সময় পলাতক শিশু নয়ন আদালতে উপস্থিত হয়।

 

দণ্ড পাওয়া সবাইকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার নির্দেশ দেওয়া হয়। শিশুদের বাড়ি বরগুনা সদর উপজেলার বিভিন্ন গ্রামে। রায় ঘোষণার পরে দণ্ডপ্রাপ্ত শিশুদের স্বজনদের আহাজারিতে কোর্ট এলাকার বাতাস ভারি হয়ে উঠে।

 

এ মামলার চার্জশিটে থাকা শিশু মো. শফিকুল ইসলাম ঘরামী, মো. নাঈম ও মো. রবিউলকে খালাস দিয়েছেন আদালত।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal