Advertise top
রাজনীতি

গুজব মোকাবেলায় আ’লীগের ওয়েব টিমের ‘দ্যা ড্রিল’

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম    

গুজব মোকাবেলায় আ’লীগের ওয়েব টিমের ‘দ্যা ড্রিল’
প্রশিক্ষকদের জন্য কর্মশালা ‘দ্যা ড্রিল’ এর ‘কালীগঞ্জ উপজেলা শাখা’ পর্বের উদ্বোধন

 

সরকার,  প্রধানমন্ত্রী পরিবার, বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ‘গুজব‘ মোকাবিলায় আওয়ামী লীগ মাঠে নেমেছে। দলটি এজন্য ‘দ্যা ড্রিল’ নামে গঠন করেছে ওয়েব টিম।

 

জেলা পর্যায়ে ২৪ সেপ্টেম্বর থেকে এই টিম কাজ শুরু করেছে।

 

দেশের প্রতিটি জেলা ও বিশ্ববিদ্যালয়কে লক্ষ্যে রেখে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষকদের কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষকদের জন্য কর্মশালা ‘দ্যা ড্রিল’ এর ‘কালীগঞ্জ উপজেলা শাখা’ পর্বের উদ্বোধন হয় রবিবার,২৪ সেপ্টেম্বর।

 

উদ্বোধক মেহের আফরোজ চুমকি বলেন, আমাদের সব কর্মীরা অনলাইনে সক্রিয় থেকে অপপ্রচারের জবাব দেবে। কালীগঞ্জের প্রতিজন কর্মী একেকজন সাইবার যোদ্ধা হয়ে কাজ করবে।

 

সারা দেশে এভাবেই কার্যক্রম পরিচালনা হবে জানান আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক কবির বিন আনোয়ার ।

 

প্রশিক্ষণ কার্যক্রম হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ম্যাসেঞ্জার, ফেসবুক, টিকটক, জিমেইল, ইউটিউব ও টুইটারের মত সোস্যাল মিডিয়া ও মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে গুজব প্রতিহত করা ও উন্নয়ন বার্তা প্রচারের বিভিন্ন কলাকৌশল সেখানো হবে বলে জানান আয়োজকরা।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal