বরিশাল নিউজ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম
গাঁজাসহ মাদক বিক্রির চিহ্নিত স্পট পলাশপুর বস্তি। সেখানের বাসিন্দারা কোথায় এত মাদক পায় তা ওপেন সিক্রেট। এই বস্তিতে সোমবার সকালে গাঁজা বিক্রি করতে গিয়েছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা,সাথে এক সিপাহি।
কিন্তু তাদের সাথে দামে বনিবনা হয়নি বিক্রেতাদের। তাই বিক্রি না করে গাঁজা নিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ নেন তারা দুইজন।
স্থানীয় সূত্র জানিয়েছে, ওই দু’জন বিভিন্ন সময় জব্দ মাদকের কিছু অংশ পলাশপুরে মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। সোমবার সকালে গাঁজার দরদাম নিয়ে বনিবনা হয়নি। তারা গাঁজাসহ ফিরে আসার চেষ্টা করলে ‘পরিকল্পিতভাবে’ হামলা করে তাদের ফাঁসিয়ে দেওয়া হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবিবার রাতে তিন কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে ছিলেন এসআই ওবায়েদুল্লাহ ও সিপাহী সবুর। অভিযান শেষে তারা অফিস ফেরেন। সোমবার সকালে ওবায়েদুল্লাহ ও সবুর একসঙ্গে অফিস থেকে বের হন। কিছু সময় পরে খবর আসে তাদের গাঁজাসহ পলাশপুরে স্থানীয় লোকজন আটকে রেখেছে।
ওই ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা ওবায়েদুল্লাহ ও সবুরকে পলাশপুরের নারী-পুরুষরা ঘিরে রেখেছে। তারা গাঁজা বিক্রি করতে এসেছেন বলে চিৎকার চেঁচামেচি হচ্ছে। তাদের টানাহেঁচড়ার একপর্যায়ে গাজাভর্তি ব্যাগ বেরিয়ে আসে। এ সময় স্থানীয়রা তাদের লাঞ্ছিত করে।
বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত বিভাগীয় পরিচালক পরিতোষ কুমার কুণ্ডু বলেন, তাদের দুই সদস্য পলাশপুরে গাঁজা বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে। তারা রবিবার ৩ কেজি গাজা উদ্ধার অভিযানে ছিলেন। আটক দু’জনের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন