Advertise top
নির্বাচন

ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাব দিয়েছেন সিইসি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম    

ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাব দিয়েছেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ফাইল ফটো

 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল শনিবার  ইউরোপিয়ান ইউনিয়নের চিঠির জবাব দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। চিঠিতে সিইসি অবাধ, সুস্ঠু ও অংশগ্রহনমূলক নির্বাচন আয়োজনে তাদের সহযোগিতা চেয়েছেন বলে জানান ইসি।

 

আগামী জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমর্থন প্রত্যাশা করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি আসন্ন নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করে তুলতে পারে।

 

তবে সিদ্ধান্ত যেমনই হোক, আমি বিশ্বাস করি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন সংসদীয় নির্বাচনকে মুক্ত, অবাধ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য করে তুলতে প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

 

চিঠিতে সিইসি আরও বলেন, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। একই লক্ষ্য অর্জনে সরকার থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal