বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
বাজারে স্থিতিশীলতা আনতে বৃহস্পতিবার আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী ব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নতুন করে ছয়টি প্রতিষ্ঠানকে এই ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তারা প্রত্যেককে এক কোটি করে ডিম আনবে।
ডিম আমদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- চিস গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, মেসার্স রিপা এন্টারপ্রাইজ, এস এম কর্পোরেশন, বিডিএস কর্পোরেশন ও মেসার্স জুনুর ট্রেডার্স।
এর আগে গত সোমবার চার কোটি ডিম আমদানির অনুমতি দেয় সরকার। তখন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, বাজার মনিটরিং করে যদি দেখা যায়, তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, তাহলে আরও আমদানির অনুমতি দেওয়া হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন