Advertise top
রাজনীতি

বরিশালে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৫

বরিশালে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা

 

বরিশাল বিভাগের রোডমার্চ সফল করার লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  বরিশাল প্রেসক্লাবে বুধবার,১৯ সেপ্টেম্বর বিকালে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

তাদের দাবি শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

 

কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন-অর-রসিদের সভাপতিত্বে ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সঞ্চলনায় প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।

 

আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপি আহবায়ক আবুল হোসেন খান, মহিলানেত্রী এলিনা জামান,কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি নুরুল ইসলাম নয়সহ আরও অনেকে।

 

প্রস্ততি সভায় প্রস্তাবিত বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুবদল সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এইচ.এম তছলিম উদ্দিন,সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল মহানগর যুবদল সভাপতি আকতারুজ্জামান শামীম প্রমুখ।

 

আগামী ২৩ই সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় রোড মার্চের নেতৃত্ব দিবেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

 


মন্তব্য লিখুন


sidebar ads

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। সত্ব © বরিশাল নিউজ ২০২৩

Developed By NextBarisal