Advertise top
নির্বাচন

মনোনয়নপত্র বাতিল করা নিয়ে মান্নার গুরুতর অভিযোগ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ পিএম    

মনোনয়নপত্র বাতিল করা নিয়ে মান্নার গুরুতর অভিযোগ
সেগুনবাগিচায় রিটার্নিং অফিসের সামনে সাংবাদিকদের কাছে নাগরিক ঐক্যের সভাপতির অভিযোগ। ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করে বলেছেন, “মব করে বৈধ প্রার্থীদের মনোনয়ন     পত্র বাতিল করা হচ্ছে।”

 

শনিবার সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের অফিস থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।

মান্না ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বগুড়া- ২ আসনে তার মনোনয়ন বাতিল করা হয়।

 

নির্বাচন কমিশনে ‘চাপ প্রয়োগ’ করে মনোনয়ন বাতিল করা হচ্ছে দাবি করেন বিএনপি জোটের এই প্রার্থী বলেন, “চাপ তৈরি করে, মব করে যদি নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায়, তাহলে সেই নির্বাচন কোন গুণমান পেতে পারে না। যেজন্যই এতগুলো শহীদ জীবন দিলেন, এত বড় আন্দোলন হল, সেগুলোর কোনো মূল্য থাকে না।”

 

বগুড়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ার চিত্র তুলে ধরে মান্না বলেন, “সেইখানকার এই প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা মানে, একটা মোবোক্রেসি হয়েছে। বাছাই করা হয় একটা দলের প্রার্থীর পক্ষে বগুড়া জেলার ১২ জন আইনজীবী একসাথে এসেছে। ঢাকার সুপ্রিম কোর্টসহ দুই তিনজন আইনজীবীকে নেওয়া হয়েছে। সহকারী অটর্নি জেনারেল গেছেন।

 

“আর নিজেদের দলের লোক যে কত গেছে, সেটা বলবার দরকার নেই। এবং তারা ইচ্ছামত কথা বলেছেন। যত জোরে জোরে কথা বলা যায়, বলেছেন। আমার পক্ষে যারা যুক্তি দিচ্ছিলেন, তাদেরকে ধমক দিয়েছেন। তারা ডিসির পাশে বসে, মনে হচ্ছে যে তারাই যেন একটা কর্তৃত্ব করছেন, নির্দেশ জারি করেছেন এরকম।”

 

 নাগরিক ঐক্যের এই নেতা আরো বলেন, প্রার্থীদের বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়। বরং কিছু ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ দিয়ে নির্বাচনে সুযোগ দেওয়াই তাদের কাজ।

 

“কিন্তু কেউ কেউ কোনো কোনো দলের কোনো কোনো অংশ, আমি দেখতে পাচ্ছি রীতিমত তার উপরে হস্তক্ষেপ করছে। নির্বাচন কমিশনের উপরে তো বটেই, এমনকি প্রার্থীদের পর্যন্ত ধমক দিয়ে বৈধকে অবৈধ এবং দলের লোকজন নিয়ে এসে তথাকথিত সমর্থক নিয়ে এই সমস্ত কাজকর্ম করেছে।”

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal