Advertise top
রাজনীতি

ভোলায় বিএনপির মিছিলে হাতবোমা বিস্ফোরণ, বিজেপির অফিস ভাঙচুর

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম    

ভোলায় বিএনপির মিছিলে হাতবোমা বিস্ফোরণ, বিজেপির অফিস ভাঙচুর
ভোলায় বিজেপির অফিস ভাঙচুর। ছবি সংগৃহীত

ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে সোমবার বিকালে মিছিল করার সময় বিএনপির মিছিলে হাতবোমা বিস্ফোরিত হয়েছে। ছাত্রদলের অভিযোগ জেলা বিজেপি অফিসের সামনে থেকে যাওয়ার সময় ওই বোমা হামলার ঘটনা ঘটে।

 

এরপর পরই শহরের নতুনবাজার এলাকায় অবস্থিত বিজেবি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

স্থানীয়রা জানিয়েছেন, বিজেপি অফিসে হামলার সময় কিছু লোক ওই অফিসে ঢুকে আসবাবপত্র ও টেলিভিশন ভাঙচুর করে। পরে অফিসে তালা লাগিয়ে চত্বরে বিক্ষোভ করে।

 

বিএনপির নেতাকর্মীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকাল সাড়ে ৩টার দিকে জেলা অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড়, কালীবাড়ির চত্বর হয়ে পুনরায় দলীয় অফিসের দিকে ফিরছিল। এ সময় হঠাৎ বিজেপি অফিসের কাছে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

 

এতে মিছিলকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে নতুন বাজারে জেলা বিজেপি অফিসে ভাঙচুর চালায়।

 

জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লা অভিযোগ করে বলেন, “দুপুরে আমাদের অফিস বন্ধ ছিল। বিকালে বিএনপির মিছিল চলাকালে একদল সন্ত্রাসী অফিসে হামলা চালিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ও টিভি ভাঙচুর করে। এমনকি অফিসে থাকা নির্বাচনি লিফলেট রাস্তায় ছুড়ে ফেলে ময়লা নিক্ষেপ করা হয়।”


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal