Advertise top
রাজনীতি

পিরোজপুর-১ আসনে জোট প্রার্থীর অপারগতা, বিএনপির প্রার্থী বদল

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম    

পিরোজপুর-১ আসনে জোট প্রার্থীর অপারগতা, বিএনপির প্রার্থী বদল
বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

পিরোজপুর-১ আসনে জোট প্রার্থী মোস্তফা জামাল হায়দারের প্রার্থীতা বাতিল করে দলের আলমগীর হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। আলমগীর হোসেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার, ২৭ ডিসেম্বর বিকালে এই পরিবর্তনের কথা জানান।

 

গত বুধবার, ২৪ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু তিনি শারীরিক অসুস্থার কথা জানিয়ে নির্বাচনে অংশগ্রহণে অপারগতার কথা জানান। এরফলে তার স্থলে অধ্যক্ষ আলমগীর হোসেনকে পিরোজপুর-১ আসনে মনোনয়ন দেয়া হয়।

 

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত জানান, এ আসনে জেলা বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় দলের সবাই খুশি।

 

মনোনয়ন পাওয়া আলমগীর হোসেন বলেন, ‘আমি দীর্ঘ দিন নিস্বার্থভাবে বিএনপির রাজনীতি করেছি। এ জন্য আমি খুশি। ইনশাআল্লাহ দলের সবাইকে নিয়ে আসছে, নির্বাচনে জয়ী হয়ে বিএনপিকে এ আসন উপহার দেব।’


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal