Advertise top
বরিশাল

খুঁটির জোড় বলে কথা

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম    

খুঁটির জোড় বলে কথা
লালমোহনে কালমা এলাকায় সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি

ভোলার লালমোহন উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন করেছিলেন ঠিকাদার। দশ বছর ধরে সেই খুঁটি সরাতে এলাকাবাসী আবেদন করে যাচ্ছেন। কিন্তু লাভ হচ্ছে না কোন।

 

স্থানীয়দের অভিযোগ, সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় বড় যানবাহন চলাচল করতে সমস্যা হচ্ছে। এতে পণ্য পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এমনকি ঘরবাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় ইট, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

 

এলাকাবাসী জানান, ২০১৫ সালে কালমা এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় পল্লী বিদ্যুতের এক ঠিকাদার সড়কের মাঝখানেই খুঁটি স্থাপন করেন। সে সময় স্থানীয়রা বিষয়টি নিয়ে আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি। এমনকি তখন লালমোহন পল্লী বিদ্যুৎ সমিতির তৎকালীন ডিজিএমকে অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

 

ওই এলাকার বাসিন্দা আলামিন মাতাব্বর বলেন, “বিদ্যুৎ দেওয়ার সময় আমরা সবাই বাধা দিয়েছিলাম, বলেছিলাম রাস্তার পাশে খুঁটি বসাতে। কিন্তু ঠিকাদার কোনো কথা শোনেনি। কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো সমাধান না দিয়ে জোর করে খুঁটি বসিয়ে দেয়।” তিনি আরও জানান, ওই সময় সড়কটি মাটির ছিল। পরবর্তীতে এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে রাস্তার ওপর ইটের গুড়ি ফেলে কিছুটা চলাচলের উপযোগী করা হয়েছে। কিন্তু রাস্তার মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটিটি এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

 

এলাকাবাসীর দাবি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুতের খুঁটিটি রাস্তার মাঝখান থেকে সরিয়ে সড়কের পাশে স্থাপন করা হোক।

 

লালমোহন পল্লী বিদ্যুতের ডিজিএম মাহমুদুল হাসান বলেন, বিষয়টি অনেক বছর আগের। হয়তো তখন রাস্তা সম্প্রসারিত ছিল না। খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুতের নিজস্ব বরাদ্দ থাকে না বলে তিনি জানান। এখন যেহেতু রাস্তাটি সম্প্রসারিত হয়েছে এবং রাস্তাটি পাকাও করা হবে। তখন যেই বিভাগ থেকে রাস্তা পাকা করা হবে সেই বিভাগে আবেদন দিয়ে নিজ খরচে খুঁটি সরাতে হবে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal