বরিশাল নিউজ
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

বরিশাল- ৩ নির্বাচনী আসনে লাঞ্চিত হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ । বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় ফুয়াদ লাঞ্চনার এই ঘটনা ঘটে।
বাবুগঞ্জের মীরগঞ্জ সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঘটনাটির জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দায়ী করেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা ফাওজুল কবির খান এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফুয়াদ বলেন, ‘বহু কষ্ট করে এই সেতু প্রকল্প পাশ করিয়েছি। এখন যদি এখানে চাঁদা দাবি, টেন্ডারবাজির ঘটনা ঘটে তাহলে সেতুটি আর নির্মিত হবে না।’এই বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে লাঞ্চনার শিকার হন ব্যারিস্টার ফুয়াদ।
ফুয়াদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন বলেন, তিনি বাবুগঞ্জের সাধারণ মানুষকে অপমান করেছেন। তাই বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে । একপর্যায়ে ফুয়াদ ও তার সঙ্গে থাকা লোকজনকে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়াসহ তার বিরুদ্ধে নানান স্লোগান দেওয়া হয়। আতিক বলেন, বিতর্কিত বক্তব্যের জন্য তাকে (ফুয়াদ) ক্ষমা চাইতে হবে। নইলে বাবুগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
বিএনপির দাবি, তাদের সাবেক এমপি এবং কেন্দ্রীয় নেতাদের চেষ্টায় এই সেতু নির্মিত হচ্ছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমি তো কারো নাম বা দল উল্লেখ করিনি। তারপরও কেন বিএনপির লোকজন আমার ওপর এ হামলা চালাল? আমি তো শুধু চাঁদা আর টেন্ডারবাজির বিরুদ্ধে বলেছি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন