Advertise top
আদালত-অপরাধ

বরিশালে অবৈধভাবে আনা ১১ হাজার টন কয়লা জব্দ, গ্রেপ্তার ১২

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১০:০১ পিএম    

বরিশালে অবৈধভাবে আনা ১১ হাজার টন কয়লা জব্দ, গ্রেপ্তার ১২
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের অন্তরা ঘাট থেকে কার্গো বোঝাই কয়লা উদ্ধার। ছবি: সংগৃহীত

বরিশালে অবৈধভাবে আনা ১১ হাজার মেট্রিক টন কয়লা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের অন্তরা ঘাট এলাকা থেকে কার্গো বোঝাই এই কয়লা উদ্ধার করা হয়।

 

তিনি আরো বলেন, এমভি সাফাতউল হক-৪ কার্গো থেকে ১১ হাজার টন কয়লা জব্দ করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই হুমায়ন কবির বলেন, এ ঘটনায় কোস্ট গার্ডের পেটি অফিসার কন্টিনজেন্ট কমান্ডার এম সাইফুল ইসলাম মামলা করেছেন। আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal