Advertise top
আদালত-অপরাধ

পিরোজপুরে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, আটক ১

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম    

গনপিটুনি (রূপক ছবি) : বরিশাল নিউজ গ্রাফিক্স

পিরোজপুর সদর উপজেলায় ডাকাতি করতে এসে গ্রামবাসীর গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গণপিটুনির শিকার অপর এক ব্যক্তিকে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রাখা হয়েছে।

সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামে আজ রবিবার (২৩ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আটক ব্যক্তির নাম সবুজ হাওলাদার (৫৫)। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে।

ঘটনার বিবরণ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও পশ্চিম দুর্গাপুর গ্রামের বাসিন্দা অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং আলমারি ভেঙে স্বর্ণালংকার লুট করে।

বাড়ির মালিক অনুকূল চন্দ্র রায়ের ভাই অমলেশ চন্দ্র রায় বলেন, “ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। তারা ঘর থেকে সোনার চেইনসহ বেশকিছু স্বর্ণালংকার নিয়ে যায়।”

গণপিটুনি ও উদ্ধার 

ডাকাতির বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। গ্রামবাসীর ধাওয়ায় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও দুজনকে ধরে ফেলেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই দুজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য 

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান বরিশাল নিউজকে জানান, খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনরোষ থেকে দুজনকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal