বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫২ এএম আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১০:২০ পিএম

দেশে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন, পরিস্থিতি যাই হোক, তারা এ কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন।
এছাড়াও আওয়ামী লীগকে প্রতিহত করতে ঢাকাজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ছাত্রদল, ছাত্রশিবির ও জামায়াতসহ ইসলামী ৮ দল। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার। পাশাপাশি নিরাপত্তায় কাজ করবেন সেনা, র্যাব ও পুলিশের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, যেকোনো সম্ভাব্য হুমকি এড়াতে পুলিশ, র্যাব ও অন্যান্য ইউনিটের প্রায় ৬০ হাজার সদস্য মোতায়েন করা হতে পারে।
শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চ-পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বলা হয়েছে, মিছিল বা সমাবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাদের কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে।
ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের মামলার রায় ঘোষণার তারিখ জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন