Advertise top
বরিশাল

অপসো স্যালাইনের চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম    

বরিশালে অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বগুড়া রোডে শ্রমিকদের সড়ক অবরোধ - বিক্ষোভ । ছবি: বরিশাল নিউজ
বরিশালে অপসো স্যালাইন ফার্মাসিউটিক্যালসের শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বগুড়া রোডে শ্রমিকদের সড়ক অবরোধ - বিক্ষোভ । ছবি: বরিশাল নিউজ

বরিশালে অবস্থিত অপসো স্যালাইন লিমিটেডের পাঁচ শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে কারখানাটিতে তিন দিন ধরে কর্মবিরতি চলছে।  মালিকের বিরুদ্ধে শ্রম আইন না মেনে তাদের চাকরিচ্যুত করার অভিযোগ আনা হয়েছে।

 

বরিশাল নগরীর বগুড়া রোডে অবস্থিত এর কারখানায় সিরিঞ্জ ও স্যালাইনসহ আনুষঙ্গিক উপকরণ প্রস্তুত করা হয়। প্রায় এক হাজার শ্রমিক সেখানে কর্মরত ছিলেন।

 

গত বুধবার, ২৯ অক্টোবর পাঁচ শতাধিক শ্রমিককে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। তারা সবাই কারখানাটির সিরিঞ্জ ও স্যালাইন সেট প্রস্তকারক শাখার শ্রমিক।

 

চিঠিতে উল্লেখ করা হয়, কম্পানির নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে সিরিঞ্জ ও স্যালাইন শাখার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। শ্রমিকরা বলেছেন, এর অর্থ হচ্ছে ওই শাখাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।

 

অপসো স্যালাইন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাকিব মিয়া বলেন, সিরিঞ্জ ও স্যালাইন শাখার সব শ্রমিককে গত সোমবার থেকে চার দিনের মৌখিক ছুটি দেওয়া হয়। বৃহস্পতিবার শ্রমিকের বাড়িতে ডাকযোগে চাকরিচ্যুতির নোটিশ পৌঁছায়।

 

এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিকালে কারখানায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। কারখানার স্যালাইন প্রস্তুতকরণ শাখার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। দুই শাখার শ্রমিকরা বৃহস্পতিবার কর্মবিরতি শুরু করেছেন। শনিবার বিক্ষোভকারীরা বলেছেন, মালিকের  সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না। 

 

মালিকপক্ষসহ স্থানীয় প্রশাসনে ইউনিয়নের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তারা। 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal