Advertise top
রাজনীতি

বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে ভাইয়াগিরি করার জন্য: নাসীরুদ্দীন পাটওয়ারী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পিএম    

বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে ভাইয়াগিরি করার জন্য: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি ঐকমত্য কমিশনে নোট অব ডিসেন্ট দিয়েছে ভাইয়াগিরি করার জন্য। নতুন বাংলাদেশে এমনটি করতে দেওয়া হবে না। ঐকমত্য কমিশনে বিএনপি কিছু করতে চাইলে তরুণরা প্রতিহত করবে। অন্যদিকে জামায়াত মুখে জুলাই সনদের কথা বললেও তারা নিম্নকক্ষে পিআরের কথা বলে আসন নিয়ে দরকষাকষি করছে যা এক ধরনের ভণ্ডামি বলেন তিনি।

 

একই সঙ্গে তিনি ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্টকে ‘নোট অব চিটিং’ বলে মন্তব্য করেছেন। পাটোয়ারীর অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপিই প্রথম অনৈক্যের সৃষ্টি করেছে।

 

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তির আয়োজনে জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে? শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal