বরিশাল নিউজ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২৭ পিএম আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম

বরিশাল শহরের ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। ১০ বছর আগে ২০১৩ সালে এক জরিপে নগরীর ৩৪টি ভবনকে বেহাল ও ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল সংস্থাটি। কিন্তু ভবন মালিক এবং ভাড়াটিয়াদের মামলার কারনে সিটির সেই উদ্যোগ ব্যর্থ হয়। পরবর্তীতে আইনি জটিলতা এড়াতে বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশন আর তৎপরতা দেখায়নি ।
আজ শুক্রবার তারা একটি ভবন ভাঙ্গার কাজ শুরু করে।
নগরীর সদর রোডের তিনতলা ওই ভবনের মালিক নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, তার চাচা উলফাত হাজি এবং শুককুর হাজি ১৯৬০ সালে একটি ভবন ও ৩০ বছর আগে আরেকটি ভবন নির্মাণ করেন। ২০১৩ সালে একটি পাকা ভবনে ফাটল দেখা দেয় এবং পাশের ভবন ঘেঁষে হেলে পড়ে। এর পরিপ্রেক্ষিতে বরিশাল সিটি করপোরেশন ২০১৩ সালে ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। কিন্তু প্রভাবশালী ভাড়াটেরা জোর করে ভবন দখলে রাখায় ওই সময় ভবন ভাঙ্গা সম্ভব হয়নি। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পরে ভবন ভাঙার জন্য ৩ লাখ ৯০ হাজার টাকা সিটি করপোরেশনে জমা দেন নজরুল ইসলাম। তারপর আজ শুক্রবার ভবনটি ভাঙ্গার কাজ শুরু হয়।
এব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, ‘উলফাত এবং শাকুর ম্যানশন ‘ নামের ভবন দুটি ভাঙ্গার জন্য আগেও নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু ভাড়াটেরা আদালতে গেছেন। আমরা কোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় পেয়েছি। শুক্রবার সকালে তাদের চূড়ান্তভাবে চলে যাওয়ার নোটিশ দিয়ে ভবন ভাঙ্গা শুরু হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন