Advertise top
রাজনীতি

জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে পুলিশ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ পিএম    

 জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে পুলিশ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থল থেকে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

সনদে অবমূল্যায়ন, স্বীকৃতি না দেয়া এবং আইনি ভিত্তি না থাকার অভিযোগ করেন জুলাই যোদ্ধারা। আন্দোলনকারীরা তাদের ১০ সদস্যের প্রতিনিধিকে মঞ্চে জায়গা দেয়ারও দাবি জানান।

 

গতরাত থেকে অবস্থান করা বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা শুক্রবার, ১৭ অক্টোবর সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করেন । অনেকেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিলের ওপর দিয়ে প্রবেশের চেষ্টা করেন। পরে মূল ফটক উন্মুক্ত করে দেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

পাঁচ শতাধিক আন্দোলনকারী মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন।

 

দুপুর একটার কিছু আগে স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা। হত্যার বিচার, জুলাই যোদ্ধাদের যথোপযুক্ত সম্মান, আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করেন ড. আলী রীয়াজ।

 

তবে আলী রীয়াজের বক্তব্যেও আশ্বস্ত হতে পারেননি জুলাই যোদ্ধারা। পরে তাদের সেখান থেকে হটিয়ে দিতে অ্যাকশনে যায় পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। টিয়ারশেল ছোড়ে পুলিশ, লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন।

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal