Advertise top
আদালত-অপরাধ

এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে; নিহত ২

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম    

এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে; নিহত ২
খাদে পড়া ইউরো লাইন পরিবহনের বাস

ফরিদপুর-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী শ্যামলী পরিবহন বাসের ধাক্কায় ইউরো লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন।  আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী এলাকায় বুধবার এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনাস্থলেই নিহত শামসুন্নাহার (৪০) বরিশাল জেলার উজিরপুর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী। নিহত রাবেয়া পটুয়াখালী জেলার হানিজ গাজীর মেয়ে।

 

স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে। পরে আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন নামের একটি পরিবহন বাস ও শ্যামলী পরিবহন একে অপরকে ওভারটেকিং করছিল। সে সময় শ্যামলী পরিবহনের ধাক্কায় ইউরো লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে উল্টে যায়।

 

‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।  চালকসহ শ্যামলী পরিবহন বাসটিকে আটক করা হয়েছে।’


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal