বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পিএম
বরিশালের হিজলায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্য করায় ২৭ জনকে আটক করা হয়েছে। এছাড়াও ২২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ড ও নৌ পুলিশ সদস্যদের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সোমবার, ১৩ অক্টোবর এ অভিযান পরিচালনা করে।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, মেঘনা নদীতে নৌ পুলিশ ও কোস্টগার্ড অভিযান চালালে অসাধু জেলেরা শান্তির বাজার, চর বাউসিয়া, বোম্বে শহর সংলগ্ন খালগুলোতে অবস্থান নেয়। তখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন