বরিশাল নিউজ
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পিএম

বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর বগুড়া রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের এই খবর জানান। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, ওসি তাৎক্ষণিক তা বলতে পারেননি। রাতে খোঁজ-খবর নিয়ে তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে তা জানানোর কথা বলেন তিনি।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, লস্কর নুরুল হক বরিশাল সদর আসনের সাবেক এমপি জাহিদ ফারুক এবং বরিশাল সিটির সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এর আস্থাভাজন ছিলেন। এছাড়াও তিনি পেশায় আইনজীবী হওয়ার সুবাদে বরিশাল আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের অন্যতম একজন।
গত বছরের ৫ আগস্টের পরে অনেক আওয়ামী লীগ নেতা আত্মগোপনে গেলেও লস্কর নুরুল হক বগুড়া রোডের বাসায় অবস্থান করছিলেন। এছাড়াও তিনি নিয়মিত কোর্টও করতেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন