Advertise top
রাজনীতি

ভোলায় মাওলানা নোমানী খুন; ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম       

ভোলায় মাওলানা নোমানী খুন;  ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ভোলা সরকারি স্কুল মাঠে দুপুরে ইসলামী ঐক্য আন্দোলন নেতা মাওলানা আমিনুল ইসলাম নোমানীর জানাজা নামাজ। ছবি: বরিশাল নিউজ

ভোলা সরকারি স্কুল মাঠে দুপুরে ইসলামী ঐক্য আন্দোলন নেতা  মাওলানা আমিনুল ইসলাম নোমানীর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার আগে ‘ভোলা জেলার সর্বস্তরের তৌহিদী জনতা’ সংগঠনের আহ্বায়ক এবং ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মোবাশ্বিরুল হক নাঈম এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

 

মোবাশ্বিরুল হক নাঈম বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

এ সময় তিনি সোমবার ভোলার সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন।

 

একই দিন বেলা ১১টায় ভোলা হাটখোলা মসজিদ চত্বরে বিক্ষোভ-সমাবেশ, পরে শোক র‌্যালি এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়।

 

মোবাশ্বিরুল হক নাঈম বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

এরআগে ভোলা শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভোলা পৌরসভার চরনোয়াবাদ এলাকায় নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal