Advertise top
নির্বাচন

মেয়রের দায়িত্ব নিলেন জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ পিএম     আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ এএম

মেয়রের দায়িত্ব নিলেন জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন

 

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে জায়েদা খাতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

 

সোমবার,১১ সেপ্টেম্বর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা এসএম শফিকুল ইসলামের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

 

 

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, নব নির্বাচিত কাউন্সিলর ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। পরে দুপুরে রথখোলা মাঠে অনুষ্ঠিত হয় মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান।

 

গত ২৬ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছিলেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal