প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোটের ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এরফলে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। ফলাফল ঘোষণাও স্থগিত করা হয়।
১১ বছর পরে পিরোজপুর সদর উপজেলার এই দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হলো। কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার কথা ছিল। আটজন প্রার্থী এতে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই কাউন্সিলে সদর উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরের ৪৮২ জন ভোট প্রদান করেন। রাতে ভোট গণনা শুরু হলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে থাকে। এক পর্যায়ে হাতাহাতি, চেয়ার ছোড়াছুরির ঘটনা ঘটে। পরে কয়েকজন মিলে ব্যালট ছিনতাই করে নিয়ে যান।
এ বিষয়ে বিএনপির কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, ঘটনার বিষয়ে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মহিউদ্দিন মল্লিক নাসিরের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতের লোকদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ তুলে হট্টগোলের সূত্রপাত হয়।
পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে আলোচনা সভা। ছবি: সংগৃহীত
এরআগে বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ কাউন্সিলের উদ্বোধন করেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
কাউন্সিলের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
সভাপতিত্ব করেন জেলা সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন