Advertise top
শিক্ষা

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিব আব্দুস সালাম

বরিশাল নিউজ

প্রকাশ : ১৫ আগষ্ট ২০২৫, ১০:০৯ পিএম    

বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিব আব্দুস সালাম
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন সচিব আব্দুস সালাম

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আব্দুস সালাম। এর আগে তিনি বামনা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ এর উপসচিব আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার, ১৪ আগস্ট এ পদায়ন করা হয়।

 

অধ্যাপক আব্দুস সালাম ১৬তম বিসিএস এ যোগ দিয়ে ১৯৯৬ সালে প্রভাষক হিসেবে ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষকতা পেশা শুরু করেন। এরপর সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজ ভোলা, মঠবাড়িয়া সরকারি কলেজ, পিরোজপুর, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, আবারও ২০১৪ সালে ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, পরে ২০২২ সালে মঠবাড়িয়া সরকারি কলেজর উপাধ্যক্ষ এবং ২০২৩ সালে বামনা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

 

অধ্যাপক আব্দুস সালামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার থানাপাড়া এলাকায়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal