Advertise top
রাজনীতি

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল: ঢাবি উপাচার্য

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৯ আগষ্ট ২০২৫, ১০:১৫ পিএম       

ঢাবি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল: ঢাবি উপাচার্য
বাসভবনের সামনে শিক্ষার্থীদের সাথে উপাচার্য। ছবি: সংগৃহীত

২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে হল প্রশাসন থেকে রাজনীতি মুক্ত হলের সিদ্ধান্ত আদায় করেছিল শিক্ষার্থীরা। সেই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

 

শনিবার রাত তিনটার দিকে ১৮ টি হলে ছাত্রদলের কমিটি দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য এ ঘোষণা দেন।

 

তিনি বলেন, ‘১৭ জুলাইয়ের ফ্রেমওয়ার্ক অনুযায়ী হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো।’

 

পরে বিষয়টি ব্যাখ্যা করে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো হল পর্যায়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না। তারা কেন্দ্রে, মধুর ক্যান্টিন করতে পারবে। যেটা সমঝোতা হয়েছিল। তবে আমরা কোনো ছাত্রসংগঠনকে ফোর্স করতে পারি না, আপনি বাতিল করেন। আমরা জানিয়েছি, ১৭ জুলাই যা নিষিদ্ধ হয়েছিল সেটা বহাল থাকবে। নিয়ম ভাঙার বিষয়ে আজকে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে। তারপর যে ছাত্রসংগঠনগুলোর নাম এসেছে, তাদের সঙ্গেও আমাদের কথা বলতে হবে।’

 

প্রক্টর আরও বলেন, ‘আমরা এজন্য তাৎক্ষণিক শিক্ষার্থীদের সিদ্ধান্ত দিতে পারিনি শাস্তির বিষয়ে। সবার সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। এটা সময় লাগবে।’

 


 

‘হল পলিটিক্স নো মোর’ মধ্যরাতে ঢাবি

 

এর আগে ছাত্রদলের কমিটির প্রতিবাদে মধ্যরাতে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। হলগুলোতে কমিটি স্থগিত অথবা পদপ্রাপ্তদের বহিষ্কারের দাবি জানিয়েছেন ছাত্রীরা।

 

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হল থেকে মিছিল নিয়ে মাস্টার দা সূর্যসেন হল হয়ে ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যে যান তারা। এর মধ্যে রোকেয়া এবং শামসুন নাহার হলের ছাত্রীরা গেটের তালা ভেঙে মিছিলে যোগ দেন। এরপর সবাই মিলে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

 

আন্দোলনকারীরা ‘জুলাইয়ের রক্ত- বৃথা যেতে দিব না, ওয়ান টু থ্রি ফোর- হল পলিটিক্স নো মোর, গেস্টরুমের বিরুদ্ধে- ডাইরেক্ট অ্যাকশন, গণরুমের বিরুদ্ধে- ডাইরেক্ট অ্যাকশন, হলে হলে রাজনীতি- চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। আধা ঘণ্টা পর রাত দেড়টার দিকে উপাচার্য ফটকের ছোট গেট খুলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। কিছুক্ষণ বাকবিতণ্ডার পর তিনি হলে রাজনীতি না রাখার ঘোষণা দেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal