বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ আগষ্ট ২০২৫, ০৫:৩৮ পিএম

ঢাকায় সুপ্রিম কোর্টের ভেতরে অস্ত্রসহ প্রবেশের সময় বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো.জিয়াউদ্দিন শিকদার (৫৮)সহ দুই জনকে আটক করেছে স্পেশাল ব্যাঞ্চের টেকনিক্যাল ফোর্স। রবিবার, ৩ জুলাই সকালে ও দুপুরে পৃথকভাবে তাদের আটক করা হয়। তবে তাদের দু’জনেরই অস্ত্রেরই লাইসেন্স রয়েছে। আটক অপরজন হলেন রাজধানীর সূত্রাপুর এরাকার রুপচান লেনের প্রেস ব্যবসায়ী মোল্লা মোসলেহ এলাহী (৫৭)।
ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট সকালে ব্যবসায়ীকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। অপর আটক বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো.জিয়াউদ্দিন শিকদারকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়।
জানা গেছে, মো.জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশে ঢাকায় গিয়েছিলেন। তখন সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার জন্য কোর্টে যান তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে গিয়েছিলেন।
পুলিশ জানিয়েছেন, সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ অস্ত্র পরিবহনেও নিষেধাজ্ঞা রয়েছে এটি তারা জানতেন না বলে স্বীকার করায়, মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন