বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৫:১৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে পুলিশ দুই কোটি ২৫ লাখ টাকার চারটি চেক জব্দ করেছে। চাঁদাবজির অভিযোগে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তারের পর সংগঠন থেকে তাদের স্থায়ীভাবে বহিস্কার করা হয়। রিমান্ডে থাকা অবস্থায় পুলিশ তার কলাবাগানের বাসায় অভিযান চালিয়ে ওই চেক উদ্ধার করে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার তালেবুর রহমান আজ বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, চারটি চেকের মধ্যে এক কোটি টাকার চেক দুইটি, ১০ লাখ টাকার চেক একটি এবং ১৫ লাখ টাকার চেক একটি
এই চারটি চেকের মধ্যে এক কোটি টাকা করে দুইটি, আর ১৫ লাক ও ১০ লাখ টাকার চেক একটি করে। চেকে কারো নাম ও তারিখ নেই।
‘ট্রেড জোন’ নামে একটি প্রতিষ্ঠান এই চার চেকের স্বাক্ষর দাতা বলেন এই পুলিশ কর্মকর্তা।
তবে এই ঘটনা তদন্তের সাথে সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেছেন, রিয়াদের বাসায় চেক ছাড়াও কয়েক লাখ টাকার এফডিআরের খোঁজ মিলেছে। এগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
রিয়াদের গ্রামের বাড়ীতে নির্মান হচ্ছে নতুন দালান।
২৬ জুলাই ঢাকার গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসা থেকে চাঁদাবাজির অভিযোগ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক রিয়াদসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
অপর চারজনের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব ছাড়াও ছিল এক শিশু।
চাঁদাবাজির অভিযোগে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। গ্রেপ্তারদের বাইরে এক আসামি হলেন কাজী গৌরব অপু, যিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন