বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৫:৫৮ পিএম আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৬:১৫ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল মালিকানা নিয়ে সংঘর্ষে মো. মুবিন নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। অপর আহত শামীম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নিহত মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. মহারাজের ছেলে ।
মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার রাতে উপজেলার নিউ মার্কেট প্রিন্স হোটেলের সামনে ছাত্রদলের ১০/১২ জন ছাত্রদল কর্মী একটি মোবাইলের মালিকানা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে শামীম ও মুবিনকে কুপিয়ে গুরুতর জখম করে অপর গ্রুপের ৬/৭ জন।
পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুরে মুবিনের মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন