Advertise top
রাজনীতি

ভোলায় ধর্ষণ মামলা; বিএনপির ৪ সহযোগী গ্রেপ্তার, দল থেকে বহিস্কার

বরিশাল নিউজ, ভোলা

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১১:৩৫ পিএম    

ভোলায় ধর্ষণ মামলা; বিএনপির ৪ সহযোগী গ্রেপ্তার, দল থেকে বহিস্কার
ভোলার ধর্ষণ মামলায় গ্রেপ্তার বিএনপির সহযোগী সংগঠনের ৩ আসামী ছবি: সংগৃহীত

ভোলার তজুমদ্দিনে স্বামীকে বেধে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে বিএনপির চার সহযোগীকে গ্রেপ্তার করেছে। এদিকে বিএনপির অঙ্গসংগঠন বাস্তুহারা দল, শ্রমিকদল এবং ছাত্রদল পৃথক চিঠিতে চার জনকে বহিষ্কার করার কথা জানিয়েছে।

 

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহাব্বত  জানান,গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার প্রধান আসামী তজুমদ্দিন উপজেলা বাস্তুহারা দল সভাপতি আলাউদ্দিন, দুই নম্বার আসামী উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন, পাঁচ নাম্বার আসামী তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহমেদ ও যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদীন সজীব।

 

ভোলা জেলা পুলিশ সুপার মো. শরিফুল দ্রুত সব আসামি গ্রেপ্তারের নির্দেশ দেন।

 

উল্লেখ্য, গত সোমবার তজুমদ্দিনের কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে উপজেলা শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক ফরিদ উদ্দিন ও উপজেলা বাস্তুহারা দল সভাপতি আলাউদ্দিনের নেতৃত্বে স্বামীকে নির্যাতনের পর তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এতে রুবেলের ছোট স্ত্রী ঝর্ণা বেগম সহযোগিতা করেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এ ঘটনায় ১১ জনকে আসামি করে ভিকটিমের স্বামী রুবেল তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন। 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal