Advertise top
রাজনীতি

পটুয়াখালী বিএনপির সম্মেলন; সভাপতি স্নেহাংশু সম্পাদক টোটন

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৬:১৫ পিএম    

পটুয়াখালী বিএনপির সম্মেলন; সভাপতি স্নেহাংশু সম্পাদক টোটন
সভাপতি স্নেহাংশু কুমার সরকার ও সাধারন সম্পাদক মজিবর রহমান টোটন

বরিশালের পটুয়াখালী জেলায় ২৩ বছর পর বিএনপির সম্মেলন ও নির্বাচন সুষ্ঠুভাবেই শেষ হলো। সম্মেলনে বিএনপির জেলা, উপজেলা ও পৌর কমিটির মোট ১৪টি ইউনিটের এক হাজার ৫১১ জন  কাউন্সিলরের মধ্যে ১,১৭২ জন গোপন ব্যালটে ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন।  

 

সভাপতি পদে বিজয়ী স্নেহাংশু কুমার সরকার ৭৫৮ ভোট পেয়েছেন। তার নিটতম প্রতিদ্বন্দ্বী  মাকসুদ আহমেদ বায়েজিদ পেয়েছেন ৪০২ ভোট।

 

অপরদিকে সাধরণ সম্পাদক পদে ছয়জন প্রার্থীর মধ্যে ৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মজিবর রহমান টোটন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বশির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট। অন্যদের মধ্যে মনিরুল ইসলাম লিটন ১৬২, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির ৮৪, দেলোয়ার হোসেন খান নান্নু ১৩ ও সাইদুর রহমান তালুকদার (সাঈদ তালুকদার) পেয়েছেন ৪ ভোট।

 

বিজয়রা জানান “দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”

 

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল হক ফরাজী মিডিয়াকে জানান, দুপুরের পর দ্বিতীয় অধিবেশন শেষে সন্ধ্যা ৬টায় গোপন ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত ১১টা পর্যন্ত। পরে গভীর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান । এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য মো. মশিউর রহমান ও মো. নাসির উদ্দিন।

 

এর আগে বুধবার দিনভর পটুয়াখালী শহরের জিমনেসিয়াম চত্তরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহীর কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা সভাপতি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

 

বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় ২০০২ সালে সম্মেলনে। যার সভাপতি ছিলেন আলতাফ হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ছিলেন স্নেহাংশু সরকার কুট্টি।

 

পরে ২০০৯ সালে সেই কমিটি বিলুপ্ত করে আব্দুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

২০১২ সালে সম্মেলন ছাড়াই আলতাফ হোসেন চৌধুরীকে পুনরায় সভাপতি এবং এম.এ. রব মিয়াকে সাধারণ সম্পাদক করে একটি আংশিক কমিটি গঠিত হয়।

সর্বশেষ ২০২০ সালের ৩ নভেম্বর বর্তমান আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিকে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal