Advertise top
রাজনীতি

পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:৫৮ পিএম    

পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন । ছবিধ বরিশাল নিউজ

পটুয়াখালীতে ২৩ বছর পর আজ বুধবার, ২ জুলাই অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন সড়কে টানানো হয়েছে রঙ-বেরঙের ফেস্টুন, ব্যানার ও তোরণ। সাজানো হয়েছে রঙিন বাতিতে।

 

প্রথম অধিবেশন জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটির সদস্য আবদুল আউয়াল মিন্টু।

 

সম্মেলনে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব স্নেহাশু সরকার কুট্টি।

 

দ্বিতীয় অধিবেশনে  বিকেল ৪ টায় ভোট গ্রহন করা হবে। সম্মেলনে জেলার ৮ উপজেলার ১৪ ইউনিটের ১ হাজার ৫১৪ জন কাউন্সিলর ভোট প্রদান করবেন। এতে সভাপতি ও সম্পাদক পদে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal