বরিশাল নিউজ, পিরোজপুর
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:৪৩ পিএম
পিরোপুর জেলার কাউখালী উপজেলায় মোটরসাইকেল চাপায় সামিয়া আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় আজ বুধবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সামিয়া আক্তার উপজেলার চিড়াপাড়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের মো. দুলাল মোল্লার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামিয়া আক্তার চিড়াপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় একটি অটোরিকশা থেকে নামার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তার উপর এসে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, শিশুটির মৃত্যু ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন