Advertise top
রাজনীতি

বিএনপি নেতা খুন, মাথা ভেদ করে বেরিয়ে গেছে গুলি

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম    

বিএনপি নেতা খুন, মাথা ভেদ করে বেরিয়ে গেছে গুলি
দোহার বিএনপি নেতা হারুন উর রশিদ। ছবি: সংগৃহীত

ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন উর রশিদকে গুলি করে ও কুপিয়ে খুন করেছে দুবৃত্তরা। গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে চার রাউন্ড গুলির চিহ্ন দেখা গেছে।  

 

দোহারের বাহ্রাহাট জাবেদের মোড় এরাকায় আজ বুধবার, ২ জুলাই সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ফজরের নামাজের পর প্রতিদিনের মতো পদ্মা নদীর পাড়ে হাঁটছিলেন হারুন উর রশিদ। এসময় হঠাৎ করে দ্রুত গতির দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাকে ঘিরে ফেলেন। মুহূর্তেই তাকে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। গুলির শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে দেখেন, বাহ্রা স্কুলের কাছে হারুনুর রশিদের রক্তাক্ত দেহ পড়ে আছে। দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত হারুন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আহবায়ক কমিটির উপদেষ্টা। তাছাড়া বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবের কর্মরত ছিলেন। সেই স্কুল থেকে আর ১৭ দিন পরে অবসরে যাওয়ার কথা ছিল তার।

 

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তন্বি জানান, একটি গুলি নিহতের মাথা ভেদ করে গাল দিয়ে বের হয়ে গেছে। তার শরীরের প্রায় চার রাউন্ড গুলির চিহ্ন পাওয়া গেছে।

 

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থল এবং  হাসপাতালেও গিয়েছি। প্রাথমিক সুরতহাল করে জানতে পেরেছি চারটি গুলি ও ৫-৬ টি ধারালো অস্ত্রের কোপ রয়েছে নিহতের শরীরে। বাকিটা ময়নাতদন্ত শেষে বলা যাবে।

সূত্র: ইত্তেফাক


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal