Advertise top
রাজনীতি

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:১৪ পিএম    

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন গ্রেপ্তার
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক মহানগর ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিন। ছবি: বরিশাল নিউজ

বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।  জসীম উদ্দিন বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাত ১০টার দিকে জসিম উদ্দিন বাড়ির পাশে ব্রাঞ্চ রোডে আসেন। এর কিছুক্ষণ পরেই কোতয়ালি পুলিশের একটি টিম সেখানে পৌঁছে যায়। একপর্যায়ে পুলিশ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

 

পুলিশ জানিয়েছে, জসিম উদ্দিনের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপি অফিস পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে দীর্ঘ ১০ মাস তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাগরদী ব্রাঞ্চ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal