Advertise top
বরিশাল

চাঁদাবাজীর প্রতিবাদে গৌরনদীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৭:২০ এএম    

চাঁদাবাজীর প্রতিবাদে গৌরনদীতে ব্যবসায়ীদের বিক্ষোভ
গৌরনদীর টরকী বাসস্ট্যান্ড এলাকায় সোমবার মহাসড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা । ছবি:সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ তুলে সোমবার দুপুরে বিক্ষোভ করেছেন অন্য ব্যবসায়ীরা। এ সময় বন্দরের দোকানপাট বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা বরিশাল-ঢাকা মহাসড়কও অবরোধ করেন।

 

বন্দরের চাল-মুদির আড়তদার কালাচান মণ্ডলের অভিযোগ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস সিকদার রেজাউল করিম তার কাছে কিছুদিন আগে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকার জন্য রবিবার তিনি এক সহযোগীকে পাঠান। সোমবার বেলা ১১টার দিকে রেজাউল কয়েকজনকে নিয়ে ওই টাকা দাবি করেন। না দিলে মারধরের হুমকি দেন।

 

এ সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রেখে বণিক সমিতির কার্যালয়ের সামনে জড়ো হন। দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদাবাজির প্রতিবাদে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেন। মিছিল নিয়ে তারা টরকী বাসস্ট্যান্ডে পৌঁছে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।

 

তবে সিকদার রেজাউল করিম চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, কালাচান মণ্ডলের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার ঝুরগাঁও গ্রামে। সেখানে একটি জমি নিয়ে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও কালাচান ১৫-১৬ দিন আগে মীমাংসার জন্য তার (রেজাউল) কাছে আসেন। রেজাউল দাবি করেন, ‘আমি (বিরোধ) মীমাংসা করে দেই। ইতোমধ্যে সে (কালাচান) ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে পাওনা টাকার কিছু ফেরত দিয়েছেন। বাকি টাকার জন্য লোক পাঠালে তিনি টালবাহানা করেন। আজ (সোমবার) সকালে আমি টাকা চাইতে গেলে চাঁদাবাজির অপবাদ দেন।’

 

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সিকদার রেজাউল করিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal