Advertise top
রাজনীতি

বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেপ্তার

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৮:৫৫ পিএম    

সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার
বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ । ছবি: বরিশাল নিউজ

বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল-৫ (মহানগর-সদর) আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।  ঢাকার বাসা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।  ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান,  বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।

 

জেবুন্নেছা আফরোজ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র (২০০৮-২০১৪) ও সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী। ২০১৪ সালে এপ্রিলে সংসদ সদস্য (এমপি) থাকাকালে হিরণ মৃত্যুবরণ করেন। পরে সেই আসনে তার স্ত্রী জেবুন্নেছা উপনির্বাচন করে জয়ী হন। ৫ আগস্টের পর বরিশালে দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়।

 

 আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে জেবুন্নেছা আফরোজকে ঢাকার বাসা থেকে আটক করা হয়েছে। 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal