বরিশাল নিউজ
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:৩২ পিএম আপডেট : ১৫ মে ২০২৫, ১১:৫১ পিএম
বরিশালের হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী রবিনকে ঢাকার দক্ষিণখান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, নগরীর আমতলার মোড় এলাকায় জনতা মারধর করে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খালেদ খান রবিনকে। তখন আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।কিন্তু সেখান থেকে সে কৌশলে পালিয়ে যায়।
পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, রবিন পালিয়ে যাওয়ার ঘটনায় এক এসআইসহ চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। পরে বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকার দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবীনকে বরিশালে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মামলা হবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন