বরিশাল নিউজ
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১২:৩০ পিএম আপডেট : ১৪ মে ২০২৫, ১১:২৯ এএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা।
চলমান অ্যাকাডেমিক শাটডাউন কর্মসূচির পাশাপাশি সোমবার, ১২ মে রাত সাড়ে ৯টা থেকে নতুন এই কর্মসূচি শুরু করেন তারা।
এর আগে ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। ২৮ দিন ধরে এই আন্দোলন চলমান রয়েছে।
উল্লেখ্য, চলমান আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মশাল মিছিল ও অবরোধ, ভিসির বাসভবনে তালা লাগানো, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন