Advertise top
শিল্প বাণিজ্য

বরিশালে বিএনপি নেতার দখল করা চেম্বারে প্রশাসক নিয়োগ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৫, ১১:২২ পিএম    

বরিশালে বিএনপি নেতার দখল করা চেম্বারে প্রশাসক নিয়োগ
বরিশাল চেম্বার অব কমার্স

বরিশাল চেম্বার অব কমার্সে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি নেতা এবায়দুল হক চানের বিরুদ্ধে চেম্বার দখলের অভিযোগ ওঠে।

 

সরকারের আদেশে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) চেম্বারের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

 

বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রেহান উদ্দিনের স্বাক্ষরিত আদেশে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।

 

আগামী চার মাসের মধ্যে গঠনতন্ত্র মেনে নির্বাচনের মধ্য দিয়ে নবনির্বাচিতদের দায়িত্ব হস্তান্তরের আদেশ দেওয়া হয়েছে প্রশাসককে। এর আগে গঠনতন্ত্র অমান্য করে পকেট কমিটি হয়েছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি অভিযোগ দেন চেম্বারের একাধিক সদস্য।

 

সদস্যদের অভিযোগ, লোক দেখানো একটি নির্বাচনের মধ্য দিয়ে চেম্বারটি দখলে নিয়েছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান। এ কারণে ক্ষুব্ধ হয়ে চেম্বারের বেশ কয়েকজন সদস্য সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ দেন। গঠনতন্ত্র না মেনে পকেটে কমিটি করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

 

তদন্ত শেষে দেওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, সাধারণ সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সভাপতি এবায়দুল হক চান সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এ অবস্থায় বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করা হলো।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal