Advertise top
আদালত-অপরাধ

খালে পাওয়া গেল বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তার লাশ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৫, ১১:১৩ পিএম    

খালে পাওয়া গেল বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তার লাশ
মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক নূর ইসলামের (৩৮) লাশ বিশ্ববিদ্যালয়ের কাছের একটি খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন কর্ণকাঠি এলাকার একটি খালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। খালটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে।

 

বরিশাল নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহত নূর ইসলাম ক্যাম্পাসসংলগ্ন কর্ণকাঠি এলাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের কয়েকজন জানান, নূর ইসলাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালের পাড়ের জমি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একসনা ভাড়া নিয়ে একটি কৃষিখামার পরিচালনা করতেন। আজ দুপুরে তাকে খামারের দিকে যেতে দেখা যায়। বেলা সাড়ে তিনটার দিকে খালে তার মরদেহ ভাসতে দেখা গেলে স্থানীয় লোকজন বন্দর থানা-পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বিকেল চারটার দিকে তার লাশ উদ্ধার করেন।

স্থানীয় কয়েকজন জানান, নূর ইসলাম তার কৃষিখামারে রোপণ করা ধানের জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পাশের খালে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নূর ইসলামের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালে পড়ে নূর ইসলামের মৃত্যুর তথ্য জানিয়েছেন কয়েকজন। তার পরিবার আইন মেনে আবেদন করলে ময়নাতদন্ত না করে মরদেহ হস্তান্তর করা যেতে পারে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal