Advertise top
রাজনীতি

বাংলাদেশ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ০৮ মে ২০২৫, ১১:০৫ পিএম    

বাংলাদেশ অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশ এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। অনেকে ভাবছে আমরা স্বস্তির মধ্যে আছি। কিন্তু রাজনীতিবিদ হিসেবে আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছি।’ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দীর্ঘ ১৫ বছর ধরে লড়ছি। আমাদের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ফিরে পাওয়া।  তা আমরা এখনো ফিরে পাইনি৷ প্রতিদিন নতুন শর্ত যুক্ত হচ্ছে। সামাজিক মাধ্যম জটিলতা বাড়াচ্ছে। আমরা সংস্কার বিরোধী নই, ২০২২ এ সংস্কারের রূপরেখা আমরাই দিয়েছি।’ 

 

জনপ্রতিনিধিত্বমূলক সরকারের জন্য বিএনপি নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতা চায়, আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি৷ জনপ্রতিনিধিত্বমূলক সরকারের জন্যই আমরা নির্বাচন চাই। ১০ বছর যদি সংস্কার চলে, তাহলে কি দীর্ঘকাল ফ্যাসিবাদের দোসর আমলাদের দিয়ে দেশ চলবে?’

 

বিএনপির হাতেই দেশ নিরাপদ মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘প্রমাণ হয়ে গেছে বিএনপিই সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার হাতেই দেশ নিরাপদ।’

 

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এ সময় অর্থনীতি ও বিনিয়োগে কী পরিবর্তন হয়েছে? নির্বাচিত সরকার ছাড়া দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না। মূল্যস্ফীতি কমেনি, ব্যাংকের অবস্থা ভালো হয়নি। শিক্ষার সবচেয়ে করুণ অবস্থা। স্বাস্থ্যখাত ও হাসপাতালগুলোর করুণ পরিস্থিতি৷’

 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অন্তবর্তী সরকারের সাফল্য চাই, কারণ আমরাই তাদের বসিয়েছি। কিন্তু এমন কিছু করবেন না যা জনগণের বিরুদ্ধে যায়। মানবিক করিডোর দেওয়ার সময় কারো সঙ্গে কথা বলা হয়নি।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal