Advertise top
আদালত-অপরাধ

বরিশালে নকল প্রসাধনীসহ গ্রেপ্তার ৩

বরিশাল নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৯:১৩ পিএম    

বরিশালে নকল প্রসাধনীসহ গ্রেপ্তার ৩
বরিশাল নগরীর একটি হোটেল থেকে নকল প্রসাধনীসহ তিনজনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। ছবি:বরিশাল নিউজ

দেশের নামিদামি কোম্পানির লোগো ব্যবহার করে নকল প্রসাধনী তৈরি শেষে বিক্রির সময় তিনজনকে গ্রেফতার করে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  এছাড়াও তিনজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার,৫ মে দুপুরে নগরীর পোর্ট রোডের হোটেল সি-প্যালেস থেকে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহরুখ আলম শান্তনু তাদের দণ্ড দেন।
 


পুলিশ ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, অভিযুক্তরা ব্রাহ্মণবাড়িয়ায় এসব নকল প্রসাধনী তৈরি করে বরিশাল নিয়ে এসে তা হোটেলে বসে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করছিল। এই চক্রটি দীর্ঘদিন ধরে এসব নকল প্রসাধনী বিভিন্ন জেলায় বিক্রি করত।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal