Advertise top
শিক্ষা

২২ শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি,প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বরিশাল নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৮ পিএম     আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৩ পিএম

২২ শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি,প্রতিবাদে  বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধ। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রারের অপসারণ ও আন্দোলনরত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করার প্রতিবাদে মঙ্গলবার রাতে প্রায় আড়াইঘন্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

 

এর আগে তারা মহাসড়কে মশাল মিছিল করে। তবে সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে রাত পৌনে ১১টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।

 

প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই অবরোধে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

 

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বৈরাচারী কায়দায় তাদের দমন করতে চাইছে। তারা অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের পদে পুনর্বহাল এবং তাদের বিরুদ্ধে করা সাধারণ ডায়েরি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

 

একই সঙ্গে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের জন্য ববি উপাচার্য শুচিতা শরমিনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত তাদের ধারাবাহিক আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।

 

শিক্ষার্থীরা আরও বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করলেও প্রশাসন তাদের দমনের চেষ্টা করছে, যা অতীতেও সফল হয়নি এবং ভবিষ্যতেও হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তারা জানান।

 

উল্লেখ্য, গত রবিবার রেজিস্ট্রারের অপসারণের দাবিতে কুশপুত্তলিকা পুড়িয়ে রেজিস্ট্রার কার্যালয়ে তালা দিয়েছিলেন একদল শিক্ষার্থী। রেজিস্ট্রারের কক্ষে তালা দেওয়া ও তার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে এম সানোয়ার পারভেজ সোমবার বন্দর থানায় ২২ জন আন্দোলনরত শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি করেন।

 

অভিযোগে বলা হয়, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করছেন এবং অরাজকতা সৃষ্টি করছেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal