Advertise top
রাজনীতি

বরিশালে আওয়ামী লীগের মিছিল

বরিশাল নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৮ পিএম    

বরিশালে আওয়ামী লীগের মিছিল
বরিশাল নগরীতে আওয়ামী লীগের মিছিল। ছবি: ফেসবুক

বরিশাল নগরীতে গতরাতে মিছিল করেছে আওয়ামী লীগ। মিছিলটি রাজা বাহাদুর সড়ক হয়ে মিছিলটি জিলা স্কুল মোড়ে শেষ হয়। ফেসবুকে এই মিছিলের ভিডিও পোস্ট করা হয়েছে।

 

ভিডিওতে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাদিক আব্দুল্লাহ সম্বলিত ব্যানার নিয়ে ১৪ থেকে ১৫ জনের একটি দল মিছিল করছে। এদের মধ্যে একজনের মাথায় জাতীয় পতাকা বাধা। এছাড়া অন্যরা ছিলেন মাস্ক পড়া।

 

‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘বরিশালের মাটি, সাদিক ভাইয়ের ঘাটি’, ‘শেখ হাসিনা আসছে, রাজপথ কাপছে’,‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা গেছে মিছিলে।

 

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই এলাকায় আমাদের পুলিশ সদস্যরা রাত আড়াইটা-তিনটা পর্যন্ত ডিউটি করেছে। তখন কোনো মিছিল দেখিনি।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal