Advertise top
অর্থনীতি

মৎস্যজীবীরা বাঁচাতে ব‍্যাংক করা হচ্ছে: উপদেষ্টা ফরিদা আখতার

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৫:০১ পিএম    

মৎস্যজীবীরা বাঁচাতে ব‍্যাংক করা হচ্ছে: উপদেষ্টা ফরিদা আখতার
জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু উপলক্ষে বরিশালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: বরিশাল নিউজ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমরা একটি মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের জন্য ইতোমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছি। এ ব্যাংক বাস্তবায়ন হলে মৎস্যজীবীরা দাদনের হাত থেকে রক্ষা পাবেন।

 

ইলিশের জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু উপলক্ষে মঙ্গলবার সকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত জেলে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 


 

এরপর তিনি জেলেদের নিয়ে কীর্তনখোলা নদীতে একটি নৌর‌্যালিতে অংশ নেন।

 

উপদেষ্টা ফরিদা আখতার জেলেদের উদ্দেশে বলেন, ইলিশের মালিক আপনারা। আপনার নিশ্চয়তা দিলে জাটকা অবশ্যই ইলিশে পরিণত হবে। জাটকা না ধরলে নদীতে জাল ফেললে ইলিশ ভরে উঠবে।

 

উপদেষ্টা বলেন, ইলিশের বাড়ি ভোলা আর ইলিশের বিভাগ হচ্ছে বরিশাল। বরিশাল বিভাগে মোট ইলিশের ৬৫.৮৮ ভাগ উৎপাদন হয়ে থাকে। আগামী ৩০ জুন পর্যন্ত, জাটকা সংরক্ষণে আমাদের কার্যক্রম চলবে। এ সময় জাটকা সংরক্ষণে যে জেলা সফল হবে তাদের স্বীকৃতি দেওয়া হবে।

 

এ সময় উপদেষ্টার কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতারা। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- নিষিদ্ধ বেহেন্দি ও পাইজালসহ অবৈধ জালের উৎপাদন ও বাজারজাকরণ বন্ধ, সর্বাধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র চালু, দ্রুত মৎস্য ব্যাংক স্থাপন এবং বরিশালে মৎস্য অবতরণ কেন্দ্রের দ্রুত আধুনিকায়ন, মৎস্যজীবীদের জন্য বীমা ব্যবস্থা চালু, চাল বিতরণে অনিয়ম রোধ।

 

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।

 

স্বাগত বক্তৃতা দেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপপরিচালক নিপেন্দ্রনাথ বিশ্বাস।

 

আরও বক্তৃতা দেন- বিভঅগীয় কমিশনার , জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার শরীফ উদ্দিন, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ, ডিআইজির মনজুর মোরশেদ আলম, মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ক্ষুদ্র ও মৎস্যজীবী সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত প্রমুখ।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal