Advertise top
বরিশাল

গাজায় গণহত্যা; প্রতিবাদে উত্তাল বরিশাল

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৯ পিএম     আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম

গাজায় গণহত্যা; প্রতিবাদে উত্তাল বরিশাল
ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল । ছবি: বরিশাল নিউজ

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। 

 

সোমবার,৭ এপ্রিল বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

 

প্রথমে সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

 

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’—এমন নানা স্লোগানে মুখর করে তোলে নগরী।

 

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যে বর্বরতা গাজায় চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শিশু, নারী, বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা বলেন, বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই একতাবদ্ধ হয়ে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া। 

 

বক্তারা সরকার ও জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। অবিলম্বে গাজায় হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে এবং মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।

 

বিক্ষোভ মিছিলটি সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, সিটি কলেজ মোড়সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal